শেয়ার করুন বন্ধুর সাথে

Call
নারীদের কবর যিয়ারত করা হারাম। কেননা নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কবর যিয়ারত কারীনীদেরকে লা‘নত করেছেন।
সেই হিসাবে পুরুষ ও মহিলা এক সাথে কবর জিয়ারত করার প্রশ্নই আসে না।

নিচের লিংক থেকে আরে বিস্তারিত জানতে পারবেন:
  • http://www.quraneralo.com/visiting-grave/
  • http://ans.bissoy.com/29951/
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

নারি ও পুরষকে এক সাথে কবর জিয়ার না দেওয়ার কারন: এ সম্পর্কে আল্লাহ তা আলা বলেছেন- ﺍﻟﺸﺮﻳﻌﺔ ﺳﻨﺖ ﺯﻳﺎﺭﺓ ﺍﻟﻘﺒﻮﺭ ﻹﻻﻧﺔ ﺍﻟﻘﻠﻮﺏ ﻭﻗﻠﻮﺏ ﺍﻟﺮﺟﺎﻝ ﻗﺎﺳﻴﺔ ﻭﻗﻠﻮﺏ ﺍﻟﻨﺴﺎﺀ ﻟﻴﻨﺔ ﻓﻠﻴﺲ ﻫﺬﺍ ﺍﻟﻤﻨﻊ ﺇﻫﺎﻧﺔ ﺑﻞ ﺇﻛﺮﺍﻣﺎ ﻟﻜﻦ. অর্থাৎ: মানুষের দিল যাতে নরম হয় মূলত এ উদ্দেশ্যেই শরীয়ত কবর যিয়ারতের ব্যবস্থা দিয়েছে। আর স্বভাবতই পুরুষের দিল হয় কঠিন আর নারী হয় কোমল হৃদয়। এ জন্য নারি ও পুরুষ এক সাথে কবর জিয়ারত করে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ