সবগুলি বলবেন
Share with your friends
Call

DNA ও RNA ·র মধ্যে পার্থক্যগুলি হলঃ- 

১। DNA হল দ্বিসুত্রক বা double helics যুক্ত অর্থাৎ দুই পলিনিউক্লিওটাইড শৃঙ্খলবিশিষ্ট। কিন্তু RNA হল একসুত্রক বা single helics যুক্ত অর্থাৎ এক পলিনিউক্লিওটাইড শৃঙ্খলবিশিষ্ট ।

২। DNA তে deoxy-ribose sugar থাকে।অর্থাৎ এর পেন্টোজ সুগার গঠনের ২নং কার্বনে অক্সিজেন থাকেনা (deoxy অর্থ অক্সিজেন ছাড়া)। RNA তে শুধু ribose sugar থাকে। অর্থাৎ ২নং কার্বনে অক্সিজেন থাকে।

৩। DNA তে ইউরাসিল (Uracil) থাকে না। RNA তে থাইমিন (thymine) থাকে না।

৪। DNA রেপলিকেশনের মাধ্যমে নতুন DNA তৈরী করতে পারে। RNA তে রেপ্লিকেশন হয়না।

৫। DNA থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে RNA তৈরী হয়। RNA থেকে ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন তৈরী হয়।

৬।DNA প্রোটিন সরাসরি তৈরী করতে পারেনা। কিন্তু RNA প্রোটিন তৈরী করতে পারে।

৭। DNA এর কোন প্রকারভেদ নেই। কিন্তু RNA প্রধানত তিন প্রকার- mRNA, tRNA, rRNA.

৮। DNA বংশগতি বৈশিষ্ট্য বহন করে। অর্থাৎ জীবের মুল জেনেটিক বস্তু DNA। কিন্তু কতিপয় ভাইরাস ছাড়া অধিকাংশ জীবে RNA বংশগতি বৈশিষ্ট্য বহন করেনা।

৯।DNA কার্যগতভাবে চিরস্থায়ী।  কিন্তু RNA ক্ষণস্থায়ী।

১০। DNA প্রধানত নিউক্লিয়াসের ক্রোমোজোমে পাওয়া যায়। এছাড়া কখনো মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টেও পাওয়া যায়।কিন্তু RNA ক্রোমোজোম, নিউক্লিওলাস, সাইটোপ্লাজম ও রাইবোজোমে পাওয়া যায়।

১১। DNA তে নিউক্লিওটাইডের সংখ্যা অনেক বেশি। RNA তে অনেক কম।

১২। DNA এর আনবিক ওজন দশলক্ষ থেকে বহুকোটি পর্যন্ত হতে পারে।  কিন্তু RNA এর আনবিক ওজন কয়েক লক্ষের বেশি হয়না।

Talk Doctor Online in Bissoy App

Call

DNA ও RNA এর মধ্যে দুটি পার্থক্য :- ডিএনএ ও আরএনএ এর মধ্যে বেশ পার্থক্য বিদ্যমান। তন্মধ্যে দুটি পার্থক্য নিম্নে দেওয়া হলো: (১) ডিএনএ সাধারণত ক্রোমোজোম থাকে। পক্ষান্তরে, আরএনএ ক্রোমোজোম,সাইটোপ্লাজম ও নিউক্লিওলাসে থাকে। (২) ডিএনএ হলো ডি- অক্সিরাইবোজ শর্করা। অন্যদিকে, আরএনএ হলো রাইবোজ শর্করা।

Talk Doctor Online in Bissoy App