Share with your friends

সহজ ভাষায় WiFi হচ্ছে তার বিহীন ইন্টারনেট সুবিধা। আপনি আপনার বাসায়/অফিস এ সুনির্ধারিত WiFi Device ব্যবহার করে ইন্টারনেট সুবিধা উপভোগ করতে পারবেন। এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তার portability। অধিকাংশ ল্যাপটপ এবং এন্ড্রোয়েড ফোনে আজকাল এই সুবিধা থাকে। WiFi নেটওয়ার্কের আওতাধীন থাকা অবস্থায় আপনি এই সুবিধা ভোগ করতে পারবেন। অর্থাৎ আপনি একই সাথে একই রুমে একাধিক ডিভাইসে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন শুধুমাত্র একটি ডিভাইস ব্যবহার করে। এই ডিভাইসটিকে বলা হয় রাউটার।

Talk Doctor Online in Bissoy App