GP Ecare এ কিভাবে রেজিস্টেশন করতে হবে। এটা সুবিধা অসুবিধা কী? এতে কি কোন টাকা কাটে?
Share with your friends

www.internet.grameenphone.com ঠিকানায় যান| তারপর eCare এ ক্লিক করুন| মোবাইল নং, ১ম ও ২য় নাম, ইমেল আইডি, ভেরিফিকশন কোড, জন্ম তারিখ, লিঙ্গ, পেশা, শিক্ষা যোগ্যতা, সিকুরিটি কোশ্চেন ও উত্তর লিখুন, ক্যাপচা পুরন করুন| I agree ঘরে টিক চিহ্ন দিয়ে Create my account ক্লিক করুন| কিছু সময়ের মধ্যে মোবাইলে একটা পাসওয়ার্ড আসবে| উক্ত পাসওয়ার্ড ও ফোন নং দিয়ে ecare এ log in করুন| এরপর profile থেকে ইচ্ছে মত পাসওয়ার্ড চেন্জ করে নিন | এর মাধ্যমে আপনি কল লিস্ট, রিচার্জ হিস্টরী দেখতে পাবেন | fnf, wellcome tone সেট করতে পারবেন |

Talk Doctor Online in Bissoy App
Markaz

Call

জিপি ই-কেয়ার হলো গ্রামীণফোনের অনলাইন কাস্টমার সার্ভিস। যেখানে রেজিস্ট্রেশনের মাধ্যমে সকল ভ্যালু অ্যাডেড সার্ভিস চালু বা বন্ধ করতে পারবেন। কল হিস্টরি দেখতে পারবেন। ইন্টারনেট, FNF চালু, বন্ধ বা পরিবর্তন সরাসরি কাস্টমার কেয়ার সাপোর্ট সহ আরো নানা সেবা পেতে পারেন।এটি ব্যাবহারে কোন টাকা কাটবে না শুধু ডাটা প্যাক কেনা থাকলেই হবে। রেজি: করতে এখানে যান https://webserv.grameenphone.com/ecare

Talk Doctor Online in Bissoy App