Share with your friends
Unknown

Call

কৃষ্ণ বিবর বা Black Hole মহাবিশ্বের অস্তিত্ব ও প্রকৃতি বিষয়ক একটি বহুল প্রচলিত ধারণা। এই ধারণা অনুযায়ী কৃষ্ণ বিবর মহাবিশ্বের এমন একটি বস্তু যা অত্যান্ত ঘন সন্নিবিষ্ট অর্থাৎ অতি ক্ষুদ্র আয়তনে এর ভর এত বেশি যে মহাকর্ষীয় কোন শক্তিকেই এটি এর ভিতর থেকে বের হতে দেয় না, এমনকি তাড়িতচৌম্বক বিকিরণকেও (যেমন: আলো) নয়। প্রকৃতপক্ষে এই স্থানে সাধারণ মহাকর্ষীয় বলের মান এত বেশী হয়ে যায় যে এটি মহাবিশ্বের অন্য সকল বলকে অতিক্রম করে। ফলে কোনো শক্তিই এটি ভেদ করতে পারেনা। সূত্রঃ উইকিপিডিয়া, Black Hole

Talk Doctor Online in Bissoy App