Call

কোনাে শিক্ষা প্রতিষ্ঠান বা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের দীর্ঘ সময় (১ মাসের বেশি) থাকার আবাস হলাে হােস্টেল। সাধারণত স্বল্প সময়ে থাকার নানা সুবিধা সম্বলিত অর্ধশতাধিক রুমবিশিষ্ট আবাস হলাে হােটেল। সুযােগ-সুবিধার ভিত্তিতে একে এক, দুই, তিন, চার বা পাঁচ তারকা হিসেবে র‌্যাংকিং করা হয়। আবার পার্কিংসহ নানা আধুনিক সুযােগ-সুবিধা সম্বলিত বিশেষ আবাস হলাে মােটেল, যা সাধারণত হাইওয়ের পাশে স্থাপিত হয়। অন্যদিকে সাধারণত জ্বালানি স্টেশনের নিকটবর্তী পার্কিং, কমসংখ্যক রুম (১৫-২০টির কম) এবং আধুনিক সুবিধা সম্বলিত এক বা দোতলা আবাস হলাে ইন্স (Inns)।

Talk Doctor Online in Bissoy App