শেয়ার করুন বন্ধুর সাথে
SUIS

Call

তথ্য ভুল হতে পারে, তত্ত্ব ভুল হতে পারে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

তথ্য কখনোই 'জ্ঞান' হতে পারে না। তথ্য ও তত্ত্ব দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। আমরা প্রাথমিক পর্যায়ে যেগুলোকে 'তত্ত্ব' মনে করি সেগুলোও আসলে তথ্য। মূলত সৃষ্টি, স্রষ্টা ও প্রকৃতি সম্পর্কে মানবিক বুদ্ধি যতটুকুর নাগাল পায় তা সবই তথ্য; তত্ত্ব বা জ্ঞান নয়। তথ্য খুব সাধারণ বিষয়। এখন তত্ত্ব কি, তা সুস্পষ্ট করা প্রয়োজন। প্রথমত, অতীন্দ্রিয় বিষয়ের “তথ্যই” (সংবাদ) তত্ত্ব। কারণ মানবিক বুদ্ধি বা পঞ্চেন্দ্রিয় অতীন্দ্রিয়ের সংবাদটুকুও দিতে পারে না। যদি না অতীন্দ্রিয় স্বত্ত্বা স্বয়ং কোন না কোনভাবে মানবজাতিকে এ সংবাদ পরিবেশন করেন। যেমন আমরা বর্তমানে অতীন্দ্রিয় বিষয়ের যত সংবাদ জানি তা সবই আল্লাহ কর্তৃক ফেরেশতার মাধ্যমে, নবী-রাসূল এবং পবিত্র কালামের মাধ্যমে প্রাপ্ত। https://www.amarblog.com/zakirmahdin/posts/173529

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ