শেয়ার করুন বন্ধুর সাথে
Call

জরায়ুর দুদিক থেকে যে দুটো মাংসপেশীর নালী ডিম্বাশয় পর্যন্ত প্রসারিত হয়ে পরস্পরকে সংযুক্ত করেছে তাদের নাম গর্ভনালী। প্রত্যেকটি নালী আনুমানিক সাড়ে চার ইঞ্চি লম্বা। যৌবনের শুরুতে পিটুইটারি গ্রন্থির নিয়ন্ত্রণে মাসে একবার করে একটি পরিণত ডিম্বকোষ ওভারি থেকে বেরিয়ে আসে এবং এটি ঘটে ঋতুচক্রের ১০/১৫ দিনের মধ্যে। তারপর ফ্যালোপিয়ান টিউব-এর মধ্য দিয়ে ডিম্ব কোষটি চলে যায় জরায়ুতে। ডিম্বকোষটি বেরিয়ে যাওয়ার পর ওভারিতে সৃষ্টি হয় একটি হলুদ রং-এর তরল পদার্থ। এ থেকেই ‘প্রজেসটেরোন’ নামে এক প্রকার হরমোন নিঃসরণ হয়ে জরায়ুর বৃদ্ধি ও নিয়মিত ঋতুস্রাবের সূত্রপাত ঘটে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ