শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ইসলামের বিধিমতে রাসুল ( সা ) এর হাদিস ও আল্লাহ পাকের কোরআনের বর্ণনা মতে দেন মোহর বলা হয় ঐ সমস্থ জিনিস বা টাকাপয়সা বা গয়নাঘাটি ইত্যাদি যার বিনিময়ে একজন নারীর যৌনাঙ্গকে তার স্বামী শরীয়ত মোতাবেক ব্যবহারের বৈধ অনুমতি লাভ করে। এটা আদায় করা ওয়াজিব। কোন স্বামী যদি তার স্ত্রীকে দেনমোহর পরিশোধ না করে বা স্ত্রীর কাছ থেকে মাফ না নিয়ে যৌন কার্যেলিপ্ত হয় তা তার জন্য গোনাহের কারন।এটা নারীর অধিকার ও তার সম্বল,তবে কোন নারী যদি তার স্বামীকে দেনমোহর মাফ করে দেয় তবে স্বামী স্বাচ্ছন্ধ্যে তা নিজের বা পরিবারের কাজে ব্যয় করতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ