জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদনপত্র গত বছর থেকে অনলাইনের মাধ্যমে নেয়া হচ্ছে। গতবারের মতো এবারেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। নিম্নে আবেদন করার নিয়ম দেয়া হলো। ১। নির্দিষ্ট ওয়েবসাইটে (http://www.nu.edu.bd/index.php)গিয়ে আবেদনকারীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীৰার রোল নম্বর, বোর্ড, শাখা ও প্রাপ্ত জিপিএ, জন্ম তারিখ, কলেজের নাম, প্রার্থীর পছন্দের সব বিষয়ের ক্রমনির্ধারণ করে ভর্তি ফর্ম পূরণ করতে হবে। প্রার্থীর ভর্তি ফর্মে বিষয়ের পছন্দক্রম একবার নির্ধারণ করা হলে পরবর্তীতে তা পরিবর্তন করা যাবে না। ২। একজন প্রার্থী তার পছন্দ অনুযায়ী শুধুমাত্র একটি কলেজে আবেদন করতে পারবে। সংশ্লিস্ট কলেজের অধিভুক্ত বিষয়সমূহের তালিকা ওয়েবসাইট থেকে জেনে নিতে হবে। ৩। যদি কোন প্রার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দেয়া তথ্যের সঙ্গে ওয়েবসাইটে সংরক্ষিত তথ্যের (বোর্ড থেকে প্রাপ্ত) অসঙ্গতি দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে সঠিক তথ্য এন্ট্রি করার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে প্রার্থীকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীৰার মূল নম্বরপত্র ও রেজিস্ট্রেশন কার্ড সংশ্লিষ্ট কলেজে দেখিয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। ৪। সঠিক তথ্যসহকারে আবেদন ফর্মটি পূরণ করে সাবমিট করা হলে আবেদনকারীর নাম ও ভর্তি পরীক্ষার রোল নম্বরসহ একটি নতুন আবেদন ফর্ম কম্পিউটার স্ক্রিনে দেখা যাবে। ফর্মটি সরাসরি অথবা ডাউনলোড করে অফসেট সাদা কাগজে প্রিন্ট করে নিতে হবে। ৫। আবেদনকারীকে প্রিন্ট করা ভর্তি ফর্মের তিনটি নির্দিষ্ট স্থানে সদ্য তোলা রঙিন ছবি সত্যায়িত করে লাগাতে হবে এবং নির্ধারিত স্থানে স্থাপন করতে হবে। আবেদনকারীর ছবি স্বাক্ষরে কোন ধরনের অসঙ্গতি পাওয়া গেলে ভর্তি পরীক্ষা বাতিল করা হবে। ৬। ওয়েবসাইট থেকে প্রিন্ট করা আবেদন ফর্মটির সঙ্গে প্রার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীৰার নম্বরপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপিসহ ভর্তি পরীক্ষার ফি ২৬০ টাকা সংশিস্নষ্ট কলেজে জমা দিতে হবে। ৭। ওয়েবসাইট থেকে প্রিন্টকৃত আবেদন ফর্মটির একটি অংশ (সর্বনিম্ম অংশ) অধ্যক্ষ/দায়িত্বপাপ্ত শিক্ষকের স্বাক্ষর ও সীলসহ কলেজ কর্তৃপক্ষ ছাত্র/ছাত্রীকে ফেরত দেবে। ভর্তি পরীক্ষা ও তৎপরবর্তী ভর্তি কার্যক্রমে এই অংশটি পরীক্ষার্থীর প্রবেশপত্র হিসেবে ব্যবহৃত হবে। ৮। ভর্তি পরীক্ষার আগের দিন সংশ্লিষ্ট কলেজ থেকে ছাত্র/ছাত্রীর পরীক্ষার নির্ধারিত নিয়ে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ