শেয়ার করুন বন্ধুর সাথে

অনেক গর্ভবতী মহিলাকে দেখা যায় গর্ভাবস্থায় অতিরিক্ত বমি করতে। এটা মাঝে মাঝে এতো অত্যাধিক হয় যে তা মায়ের স্বাস্থ্যের চরম অবনতি ঘটায় এমন কি স্বাভাবিক জীবন যাপন ও এসময় দুর্বিসহ হয়ে উঠে। সাধারণত প্রথম সন্তানের ক্ষেত্রেই এমন সমস্যা বেশী হয়ে থাকে। এই অবস্থা প্রথম তিন মাসের পর নিয়ন্ত্রনে চলে আসে। কোনো কোনো মায়ের ক্ষেত্রে এটা বংশগত ভাবেও এসে থাকে। গর্ভে একের অধিক সন্তান, হাইডাটিফর্ম মোল এবং অবৈধ সন্তান ধারণকারী মায়ের ক্ষেত্রে এর প্রবণতা অনেক অনেক বেশী। হাইপারেমেসিস গ্রাভিডেরাম স্বল্পমাত্রার বা তীব্র মাত্রার হতে পারে। স্বল্প মাত্রার রোগীদের বমি যে কোনো সময়ই হতে পারে, খাবার সাথে বমির কোনো সম্পর্ক নেই। তবে বমির সাথে খাবার বের হয়ে আসা একটা স্বাভাবিক ঘটনা। এ ধরণের রোগীর স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয় তবে এই অবস্থায় ও তারা খাবার দাবার চালিয়ে যেতে পারে। বাহ্যিক ভাবে গর্ভবতী মাকে অসুস্থ্য বা রুগ্ন মনে হয়না। তীব্র মাত্রার রোগীদের সারাক্ষনই বমি অথবা বমি ভাব হয়। বমি না হলেও অনেক সময় এরা টক ঢেকুর বা বুকজ্বালা করা ইত্যাদি সমস্যার কথা বলে থাকে। এদের বমির তীব্রতা অনেক বেশী এবং বমির সাথে মাঝে মাঝে রক্তও চলে আসতে পারে। সাধারণত বমির রঙ হয় কফির রঙের, সেই সাথে পেটের উপড়ের অংশে ব্যথা, প্রসাব কমে যাওয়া বা না হওয়া, বিছানা থেকে নড়তে না পারা, সেই সাথে চোখে ঝাপসা দেখা, কোনো জিনিস দুটো দেখা, ক্লান্তি, চরম অবসাদ, বিভ্রান্তি সহ নানাবিধ সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় রোগীরা খুবই উদ্বিগ্ন থাকে, পানি শুন্যতায় ভোগে, তাদের নাড়ির গতি বেড়ে যায়, রক্তচাপ কমে যায়, জন্ডিস দেখা দেয় এমনকি মাঝে মাঝে অনেক কে এনকেফালোপ্যাথিতেও ভুগতে দেখা যায়। হাইপারেমেসিস গ্রাভিডেরাম এর নির্দিষ্ট কোনো কারন এখনো জানা যায়নি, তবে এটা চিরস্থায়ী কোনো রোগ নয়। এমন হলে রোগীকে সাথে সাথে হাসপাতালে স্ত্রীরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ভর্তি করিয়ে দিতে হবে। ভর্তির পর সাধারণত রোগীকে নাকে নল দিয়ে অথবা স্যালাইনের মাধ্যমে খাবার দেয়া হয়। সেই সাথে বমির নিরাপদ অসুধ এবং ঘুমের অসুধ ও দেয়া হয়ে থাকে। রোগী বমির কারনে যেসকল তরল ও লবন হারিয়ে থাকে তা প্রতিস্থাপন করাও চিকিৎসার অন্যতম অংশ। এর পর ধীরে ধীরে রোগীকে স্বাভাবিক খাবারে ফিরিয়ে আনা হয় এবং বেশীর ভাগ রোগীই এতে ভালো হয়ে যায়। কখনো কখনো রোগের তীব্রতা এতো বেশী থাকে যে কোনো চিকিৎসাতেই বমি এবং অন্যান্য অসুস্থ্যতা কমে না। সেই ক্ষেত্রে অনেক সময় গর্ভপাত করিয়ে রোগীর জীবন বাচাতে হয়, তবে এমন ঘটনা খুব বেশী ঘটেনা তাই এ নিয়ে গর্ভবতী মায়েদের অতিরিক্ত চিন্তিত হবার কিছু নেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ