Share with your friends
Call

হাজার বুঝাতে K এবং মিলিয়ন বুঝাতে M ব্যাবহার করা হয়। যেমন, ৪K বা ৪ হাজার এবং ৪M বা ৪ মিলিয়ন। প্রশ্ন হচ্ছে হাজার বুঝাতে ইংরেজি ২৬ টি বর্ণের মধ্য হতে K কেই কেন বেছে নেয়া হলো। কেননা গ্রীক ভাষায় K বলতে বুঝায় Kilohi বা Kilo আর এই কিলো হচ্ছে কেজি বা কিলোগ্রাম। আমরা ১ কেজি বা ১ কিলোগ্রাম বলতে বুঝি ১০০০ গ্রাম বা ১ কি.মি. বলতে বুঝি ১০০০ মিটার। অনুরুপভাবে ইন্টারনেটের কল্যানে এই K এর ব্যাবহার পাঠক কিংবা দর্শক সংখ্যা বুঝাতে প্রথম লক্ষ করা গেলেও বর্তমানে এর বহূল ব্যাবহার রয়েছে। যেমন, কোন ব্যাক্তির আয় বুঝাতে বা বেতন বুঝাতে ৪০K বা ৪০,০০০ কিংবা বাৎসরিক আয় ৩৪৫K বা ৩৪৫,০০০ প্রভৃতি। সুতরাং ৪K এর পূর্ণরুপ ৪,০০০। ধন্যবাদ

Talk Doctor Online in Bissoy App
Call

8k হলো ৪হাজার অথ k দারা হাজার বুজায়

Talk Doctor Online in Bissoy App

আমরা সাধারণ অর্থে পূর্ণরূপ বলতে যা বুঝি, ফোরকে এর সে ধরনের কোন পূর্ণরূপ নেই। 

তবে 4k হচ্ছে রেজুলেশন ফরম্যাট (যেমন: HD)। এটা ফুল এইচডির দ্বিগুণ। 4k দ্বারা সাধারণত 4096×2160 পিক্সেল রেজুলেশন বোঝায়।

Talk Doctor Online in Bissoy App