Call

জাতিসংঘ সনদের মূলনীতি সমূহ ভঙ্গের কারণে সদস্য দেশসমূহকে বহিষ্কার করা যেতে পারে। কোন সদস্য রাষ্ট্র জাতিসংঘ সনদের মূলনীতিসমূহ ক্রমাগতভাবে লঙ্ঘন করলে নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে  সাধারণ পরিষদ উক্ত সদস্য রাষ্ট্রকে জাতিসংঘ থেকে বহিষ্কার করতে পারে।

জাতিসংঘ এ যাবতকাল পর্যন্ত তার কোন সদস্যকে বহিষ্কার করেনি। তবে কয়েকটি দেশের সদস্যপদ স্থগিত রেখেছে। যেমন, ১৯৭৪-১৯৯৪ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সদস্যপদ বিশ বছর স্থগিত ছির। ১৯৯৭ সালে বসনিয়ায় গণহত্যা চালানোর জন্য যুগোশ্লাভিয়ার সদস্যপদ স্থগিত করা হয়। বহিষ্কার না করলেও ১৯৬৫ সালে জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে ইন্দোনেশিয়া। ঐ বছরই পুনরায় সদস্যপদ গ্রহন করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ