Call

HbsAg মানে হলো হেপাটাইটিস বি ভাইরাস সার্ফেস অ্যন্টিজেন। এটা হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত রোগীর রক্তে পাওয়া যায়। ইহা হেপাটাইটিস বি ভাইরাসের সেলের বাইরে থাকে এবং রক্তে রিলিজ হয়। আমরা যখন এই অ্যন্টিজেন কারো রক্তে পাবো তখন বলবো হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত।


  • পরীক্ষা করতে খরচ পড়ে ১০০০ এর কাছাকাছি৷ 
  • পরীক্ষা করলেই বুঝা যাবে। তবে খাদ্যে অরুচি, বমি বমি ভাব, বমি হওয়া, শরীর ব্যাথা, হালকা জ্বর, প্রস্রাব গাঢ় হওয়া ইত্যাদি। এ লক্ষণগুলো ধীরে ধীরে জন্ডিসে রূপ নিতে থাকে। দেখা গেছে যে, সব ধরনের হেপাটাইটিস এর ক্ষেত্রেই গা চুলকানো একটি সম্ভাব্য লক্ষন হতে পারে।  


Talk Doctor Online in Bissoy App