শেয়ার করুন বন্ধুর সাথে

বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের অন্যতম হল খরা। দীর্ঘকাল ধরে শুষ্ক আবহাওয়া এবং অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে ও ভূগর্ভস্থ পানির মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে পরিবেশের তাপমাত্রা বেড়ে যায়। ফলে জনজীবনে নেমে আসে নানা দুর্ভোগ। এটাই খরা। খরা বেশি দেখা যায় বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে যেমন : দিনাজপুর, রংপুর, বগুড়া, রাজশাহী ইত্যাদি অঞ্চলে। বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে দীর্ঘকাল ধরে শুষ্ক আবহাওয়া এবং অপর্যাপ্ত বৃষ্টিপাত ও অল্প সংখ্যক নদী থাকার কারণে এসব অঞ্চলে খরা বেশি দেখা দেয়। ফলে ‘মঙ্গা’ তথা খাদ্য ও কাজের অভাব এসব এলাকার মানুষের নিত্যসঙ্গী। প্রতিকূলতার সঙ্গে, বিরূপ প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে এদের বেঁচে থাকতে হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ