জাভা ফোনে এটার মানে কি বা কি কি করা যায় এইটা দিয়ে
Share with your friends
MRE বা MAUI Run-time Environment হলো JVM/J2ME এর মতো একটি জাভা সফটওয়ার প্লাটফর্ম। এই প্লাটফর্ম এর এপ্লিকেশন সফটওয়ারগুলো .vxp extension থাকে। প্রায় সব জাভা মোবাইলে এই MRE প্লাটফর্ম Predefined version ইন্সটল করা থাকে। যার ফলে আপনি .jar .jad এ ধরনের ফাইলের মতো .vxp ফাইলগুলোও আপনার জাভা মোবাইলে রান করতে পারবেন এবং খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন।

Java mobile এর জন্য কিছু MRE এপস এর লিংক দিয়ে দিলাম। এখান থেকে ফাইল Download > Open করে আপনার ফাইল ম্যানেজারের MRE ফোল্ডারে গিয়ে এপসটি চালু করলেই সেটি চালু হয়ে যাবে।

MRE apps download here
Talk Doctor Online in Bissoy App