MRNabil

Call

বলতে গেলে প্রথম ও মাঝ দিক দিয়ে যথেষ্টই চেষ্টা চিল।কিন্তু শেষ দিক দিয়ে তারা এই অবস্থায় ছিল যে রান রেট কমানো যাবে না। তাই উইকেট হাতে রেখে রান করে যাওয়ার চেষ্টায় ছিল। তারা ঠিকই জানত যে ম্যাস তারা হেরে গেছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ভারত পৃথিবীর সেরা শক্তিশালী ক্রিকেট দলের মধ্যে একটি। ব্যাটিং লাইন বিবেচনা করলে বিশ্বের সেরা ব্যাটিং লাইন-আপ। সেই ভারতের এমন শক্তিশালী বাঘা বাঘা ব্যাটসম্যানরা 50 ওভারের একটা ম্যাচে 50 তম ওভারে এসে প্রথম ছক্কা মারে! এটা কল্পনা করা যায়?   এই রকম রকিং ব্যাটিং লাইন আপ নিয়ে ইন্ডিয়া প্রথম ছক্কা মেরেছে লাস্ট ওভারে এসে !  337 রান তাড়া করতে নামা ইনিংসে কোনো দল যখন এমনটা করে..সেই দল জেতার জন্য নেমেছিলো- তা বিশ্বাস করা যায় ?

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ভারত জেতার কোন চেষ্টাই করে নি। তারা প্রথম থেকেই রান করছিলো খুব আস্তে আস্তে । প্রথম ১০ ওভারে সম্ভবত ৩০ রান করেছিল।  রোববার বার্মিংহ্যামের এজবাস্টনের উইকেট ছিল পুরো ব্যাটিংবান্ধব। বল সোজা ব্যাটে আসছিল। পেসাররা বাড়তি বাউন্স বা সুইং পাচ্ছিলেন না। স্পিন টার্নও করছিল না। এখানে রান তোলা কঠিন কিছু ছিল না। জয়ের জন্য শেষ ১১ ওভারে ভারতের দরকার ছিল ১১৪ রান। হাতে ছিল ৬ উইকেট। ক্রিজে ছিলেন স্বীকৃত ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি। ব্যাটিংস্বর্গে সেই রান তোলা খুব কঠিন ছিল না। তবে সে রকম কোনো চেষ্টা করতে দেখা যায়নি ভারতীয় কোন ব্যাটসম্যানকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

অবশ্যই ভারত গতকাল ইচ্ছা করে হেরেছে। শুরু থেকেই ভারতীয় খেলোয়াড়দের খুব একটা পজিটিভ মনে হয়নি। মাত্র পাঁচজন বোলারই ব্যাবহার করা হয়েছে। ব্যাটসম্যানরাও তেমন একটা আগ্রহ নিয়ে খেলেনি। তারা ইচ্ছা করলে শেষ ১০ ওভারেও ম্যাচ নিয়ে আসতে পারত। কিন্তু তারা তা করেনি আর এর কারণ হলো পাকিস্তান যাতে সেমি ফাইনালে যেতে না পারে। কিন্তু দুঃখজনক ব্যপার হলো পাকিস্তানের সাথে সাথে তারা বাংলাদেশেরও অবস্থা খারাপ করে দিল।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

না,এটা পুরোপুরি বলা যাবে না।যখন কোহলি,রোহিত ব্যাটিং করছিল তখন মনে হচ্ছিল তারা জেতার জন্যই খেলছে।বিশেষ করে কোহলির ব্যাটিং দেখে......কিন্তু ধোনি শেষে আরো মেরে খেলতে পারতো........কোহলি,রোহিত জুটিটা আর কিছুক্ষণ থাকলেই ভারত ম্যাচটা জিতে যেত।কিন্তু ইংল্যান্ড সঠিক সময়ে উইকেটটা নিছে।      

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ