শেয়ার করুন বন্ধুর সাথে

সান্দ্রতা তরলের একটা অতিবিশেষ ধর্ম।কেন? ধরেন একজন তরল দৌড়াচ্ছে।তাহলে সে যদি তার যাত্রাপথে একটা অন্যরকম বল প্রয়োগ করে যা তার এই চলার সময় পা আকরে ধরে রেখে তার গতি রোধ করে তাহলে তা ওই মিঃ তরলের সান্দ্রতা। কেতাবি ভাষায়,কোন প্রবাহী তার যাত্রাপথে যে বাধার সম্মুখীন হয় তা ওই প্রবাহীর সান্দ্রতা। প্রবাহী হল সেসব পদার্থ যা প্রবাহিত হয়(ওই যে তরল আরকি!)।আরো সহজে,কোন প্রবাহী প্রবাহিত হবার ক্ষেত্রে কেমন বাধাগ্রস্থ তার পরিমাপই সান্দ্রতা।সান্দ্রতা দুটি কঠিন পদার্থের মধ্যবর্তী ঘর্ষনের সদৃশ।ধর কোন তল,ধর তোমার রুমের ফ্লোর,এর উপর দিয়ে তরল প্রবাহিত হচ্ছে।এখন তরলের যে স্তরটি একদম ফ্লোরের সাথে লাগানো,সেখানে সান্দ্রতা সর্বাধিক,ফলে সে স্তর স্থির থাকে।বাকিগুলো গতিশীল।ফ্লোর থেকে যত উপরের স্তরের তরল হবে,তার সান্দ্রতা কমতে থাকবে।সেজন্যই নদীতে উপরের পানির স্রোত এত বেশী,তলের দিকে অনেক কম,কারণ সেখানে এ বাধা তথা সান্দ্রতা অনেক বেশি। সান্দ্রতাকে তাই ঘর্ষন বলের সাথে তুলনা করা হয়।তবে এদের পার্থক্যও রয়েছে।সান্দ্রতা প্রবাহির স্তরগুলোর ক্ষেত্রফলের উপর নির্ভর করলেও ঘর্ষন বল তা করেনা।আরো আছে। সান্দ্রতার প্রাথমিক জ্ঞানের জন্য এই যথেষ্ট। ধন্যযোগ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ