শেয়ার করুন বন্ধুর সাথে

সন্ধিযুক্ত উপাঙ্গ হলো মূলত আর্থোপোডা পর্বের প্রাণীদের জোড়াওয়ালা পা । তেলাপোকা অথবা চিংড়ির পা থেয়াল করুন । আমরা সাধারণভাবে এদের পা বললেও এগুলো পা নয় । এগুলোকে বলা হয় উপাঙ্গ । এগুলোতে দেখবেন ২-৩ টা জোড়া থাকে । এই জোড়াগুলোকেই সন্ধি বলা হয় ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

উপাঙ্গ মানে যখন অঙ্গের কোনো অঙ্গ থাকে (অঙ্গের অঙ্গ বলতে একটার অংশ আরেকটা বোঝায়। যেমন হাতের অংশ আঙ্গুল) এবং তা সন্ধিযুক্ত অর্থাৎ খণ্ডে খণ্ডে বিভক্ত এবং সেই খণ্ডগুলি একটি আরেকটির সাথে সংযুক্ত থাকে (যেমনঃ রেললাইনে অনেকগুলি ইস্পাতের পাত ২টি লম্বা দীর্ঘের পাতের দ্বারা একে অপরের সাথে সংযুক্ত )তখন তাকে সন্ধিযুক্ত উপাঙ্গ বলে। 

 

এটি আর্থোপোডা পর্বের জীবেদের মধ্যে বিদ্যমান। যেমন: প্রজাপতির মাথার ওপর অবস্থিত এন্টেনা। 

Related image    

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ