Domiciliary অ্যাকাউন্ট কি? বিস্তারিত জানতে চাই? 
Share with your friends

Domiciliary একাউন্ট বা dom একাউন্ট হলো এমন একটি current একাউন্ট যেটি ব্যবহার করা হয় সাধারনত আন্তর্জাতিক ব্যবসার ক্ষেত্রে। আপনার যদি একটি Dom একাউন্ট থাকে তাহলে আপনি যেকোনো currency তে আপনার ব্যাংক একাউন্টে টাকা লেনদেন করতে পারবেন। অর্থাৎ ধরুন কেউ আমেরিকা থেকে আপনাকে কিছু পরিমান ডলার পাঠাবে। আপনি আপনার নিজস্ব লোকাল ব্যাংকে সরাসরি বিদেশী ডলারগুলো Transfer করার জন্য Dom একাউন্ট ব্যবহার করতে পারেন। Dom একাউন্ট খোলার পর আপনাকে যে একাউন্ট নম্বর দেওয়া হবে সেটা পৃথীবির যেকারো কাছে পাঠিয়ে তার সাথে অর্থ লেনদেন করতে পারেন। তবে Dom একাউন্ট শুধুমাত্র কারেন্সি লেনদেনের সুবিধা দিয়ে থাকে। এ ধরনের একাউন্টে কোনো প্রকার অর্থ জমা রাখা যায় না।

Talk Doctor Online in Bissoy App