Share with your friends

স্টিগমা শব্দটির আভিধানিক বাংলা অর্থ পাংশু বা কালন( কলঙ্ক বা অস্বাভাবিক) কিন্তু আমার মনে হয় স্টিগমা ব্যাবহার করলেই বেশি লোকে বুঝবে তাই আমি স্টিগমাটাই ব্যবহার করবো। সাধারণ অর্থে স্টিগমা বলতে আমরা যা বুঝি, তা হলো কাউকে একটি লেভেল এ ফেলে দেওয়া এবং সমাজে তাকে সিঙ্গেল আউট করা। শব্দটির উৎপত্তি গ্রিসে, তারপর ১৬ শত খ্রিস্টাব্দের শেষের দিকে গ্রিস থেকে ল্যাটিনে এবং পরে ইংরেজিতে আসে। গ্রীকে স্টিগমার অর্থ ছিল কোনো একটি পয়েন্টেড জিনিস দিয়ে একটি চিহ্ন তৈরী করা অর্থাৎ ব্র্যান্ডিং করা। যেমন ধরুন আপনি বাজারে বা দোকানে বিভিন্ন পণ্যের মার্ক/চিহ্ন দেখে জানবেন সেটা কি। ঠিক তেমনি ওই সময়ের গ্রিসে বাজারে অনেক সময়ে ক্রীতদাস বিক্রি হতো এবং তারা যে ক্রীতদাস সেটা বোঝার জন্য তাদের গায়েও এরকম একটি চিহ্ন দিয়ে রাখা হতো। অতএব স্টিগমা একটি মানুষকে নিকৃষ্ট/inferior হিসাবে চিহ্নিত করতো। Stigmaর বহুবচন Stigmata যখন ব্যবহার হয় তখন আবার এটা যীশু খ্রিস্টের হাত ও পায়ের আঙ্গুলের আহত নখকে বোঝায়, এবং পরবর্তীতে অনেক সময় এটা প্রার্থনাকারীদের হাত ও পায়ের আঙুলে দেখা যেত, যেমনটি ছিল St. Francis এর। তবে যখন ইংরেজিতে এটার ব্যবহার শুরু হলো তখন স্টিগমা দ্বারা এমন একটি মার্ক বা চিহ্নকে বোঝাত যেটি ঠিক চোখে দেখতে পাবেন না। তাই আজকে যেমন আমরা শুনি “stigma of homelessness, the stigma of overweight, and the stigma of mental illness” ইত্যাদি। তাই মানুষ যাতে stigmatized না হতে হয় সে জন্য অনেক সময় তাদের পরিচয়, অসুখের কথা, এথনিসিটি’র কথা, ডিসেবিলিটির কথা ইত্যাদি লুকিয়ে রাখে।

Talk Doctor Online in Bissoy App