শেয়ার করুন বন্ধুর সাথে
সময়

Call

শব্দ টি হবে রাউটার।

রাউটার হচ্ছে একটি নেটওয়ার্কিং ডিভাইস যা বিভিন্ন নেটওয়ার্কের মধ্য দিয়ে ডাটা প্যাকেট তার গন্তব্যে কোন পথে যাবে তা নির্ধারণ করে। রাউটার ইন্টারনেটে“ট্রাফিক ডিরেক্টিং” এর কাজ সম্পন্ন করে। সাধারণভাবে, একাধিক নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত আন্তঃ নেটওয়ার্কের মধ্য দিয়ে একটি ডাটা প্যাকেটকে এক রাউটার থেকে অন্য রাউটারে পাঠানো হয় ।

আপনি যদি মোবাইলে ডাটা প্ল্যান কিনে ব‍্যবহার করেন সেই ডাটা ওয়াইফাই হটস্পট চালু করলে আপনার মোবাইল ফোনটিই রাউটার হিসেবে কাজ করবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

একই প্রটোকলবিশিষ্ট দুই বা দুইয়ের অধিক নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন এর মাধ্যমে নেটওয়ার্ক সম্প্রসারণ করে যে ডিভাইস,তাকে রাউটার বলে।রাউটার NAT(Network address translation)ব্যবহার করে নেটওয়ার্ক চিহ্নিত করতে পারে।এটি শুধুমাত্র টার্গেট IP অ্যাড্রেসে সংকেত পাঠায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ