শেয়ার করুন বন্ধুর সাথে
Ayesha

Call

লোহিতকণিকা থেকে প্লাজমায় HCO3- আয়ন আগমনের সাথে সমতা রেখে প্লাজমা থেকে ক্লোরাইড আয়ন লোহিত কণিকায় প্রবেশ করে এবং লোহিত কণিকায় পটাশিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে KCl গঠন করে। লোহিত কণিকা থেকে HCO3- আয়নের বের হয়ে আসার ফলে ঋণাত্মক আয়নের যে ঘাটতি হয় প্লাজমার ক্লোরাইড আয়ন লোহিত কণিকায় প্রবেশ করে সে ঘাটতি পূরণ করে। একে ক্লোরাইড শিফট বলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ