Share with your friends
Call

গ্যালাক্সি বা ছায়াপথ হলো মহাকাশের একটি অনংশ । এক কথায় হাজার হাজার নক্ষত্র, গ্রহ ,উপগ্রহ , ইত্যাদি দিয়ে আবৃত্ত স্থান হলো ছায়া পথ । এটা কি বলে বুঝানো সম্বভ নয় । তবে আমি আবার মতো করে আপনাকে বুঝাতে পারি - ধরুন আপনার দাদা হলো ছায়াপথ । আপনার বাবা গ্রহ আর মা হলো সূর্য । আপনি/ অন্য নাতি না থাকলে যেমন আপনার দাদা দাদা হতো না। তেমনি গ্রহ , নক্ষত্র ছাড়া ছায়াপথ হয় না।

Talk Doctor Online in Bissoy App