বেসরকারি স্কুল,কলেজের শিক্ষকরা বা কর্মচারিরা তো সরকার থেকেই বেতন পেয়ে থাকে তাহলে বেসরকারি বলা হয় কেন????
শেয়ার করুন বন্ধুর সাথে

সরকারি বলতে আমরা মূলত বুঝি যে প্রতিষ্ঠানটি সরকার কর্তৃক পরিচালিত হয় । যেমন একটি সরকারি প্রতিষ্ঠানের সকল কর্মচারীবৃন্দের বেতন সরকার থেকে দেয়া হয়। অার বেসরকারী বলতে বুঝা যায় কারো ব্যাক্তি মালিকানাধীন কোনো প্রতিষ্ঠান। যেমনঃ একটি বেসরকারী বা প্রাইভেট স্কুলে নিয়োজিত সকল শিক্ষক ও কর্মচারীদের বেতন দেয়া হয় শিক্ষার্থীদের থেকে নেয়া বেতন থেকে। অার যে সকল প্রতিষ্ঠান অাধা সরকারি ও অাধা বেসরকারী ,সে সকল প্রতিষ্ঠান সরকার ও শিক্ষার্থী উভয়ের বেতনে চলে।            

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
ArfanAli

Call

বেসরকারি স্কুল/কলেজের শিক্ষকরা কখনও সরকার থেকে বেতন পায় না। সে সকল স্কুল/কলেজ পুরোপুরি সরকারি নয় অর্থাৎ MPO ভুক্ত সে সকল প্রতিষ্ঠানের শিক্ষকদের সরকার কর্তৃক বেত প্রদান করা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ