Share with your friends

SSD এর  পূর্ণরুপ Solid State Drive. ১ টেরাবাইট সমান ১০২৪ জিবি।

Talk Doctor Online in Bissoy App

SSD বা Solid State Drive হচ্ছে সহজভাবে বলা যায় আমরা যেসব ইউএসবি পেনড্রাইভ ব্যবহার করি সেটার চেয়ে বড় সাইজ ও অনেক জটিল করে বানানো ড্রাইভ। ইউএসবি ড্রাইভে যেমন ডাটা স্টোর করা হয় মাইক্রোচিপ এর মধ্যে, SSD তেও ঠিক একই ভাবে করা হয়। HDD তে বিভিন্ন লেয়ারে তথ্য স্টোর করা হয় এবং সেটি পড়ার জন্য আলাদা মেকানিক্যাল পার্টস ব্যবহার করা হয়। এই একটি ব্যাপারেই HDD থেকে SSD কে অনেক বেশী দ্রুততম সময়ে কাজ করাতে সক্ষম হয়েছে। একটা লাইব্রেরীতে হেটে বইয়ের র‍্যাক থেকে বই খুঁজে বের করে পড়া নাকি যখনেই আপনার বই পড়ার দরকার কমান্ড দেয়ার সাথে ম্যাজিকের মাধ্যমে বই আপনার সামনে এসে আপনা আপনি খুলে যাওয়া, কোনটি সবচেয়ে দ্রুততম সিস্টেম? নিঃসন্দেহে দ্বিতীয়টি তেমনি HDD কে প্রথমটি এবংকে দ্বিতীয়টি রুপে ভাবুন তাহলে সহজেই বুঝতে পারবেন কিসের জন্য SSD সেরা।


সুত্র:TechTunes


আর ১ টেরাবাইট সমান ১০২৪ জিবি

Talk Doctor Online in Bissoy App