OTP,PTR,SIP,ZIP এই শব্দ চারটির অনেকগুলো করে পূর্ণরূপ আছে।তারমধ্যে একটি করে উল্লেখ করে সংক্ষিপ্ত বর্ণণা দেয়া হল। OTP-One Time Programmable.এটি একবার প্রোগ্রাম করা যায় এমন হার্ডওয়্যার।EDROM চিপ তার উদাহরণ। PTR-Program Trouble Report.প্রোগ্রামের সমস্যা সমস্যা জানাতে এটি ব্যবহৃত হয়। SIP-Systematic Investment Plan.সাধারণত ৬ মাসের অধিক সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগে সুবিধা দেয়া এর কাজ। ZIP-Zone Improvement Plan.১৯৬৩ সাল থেকে আমেরিকা পোস্টালকোড হিসেবে এটি ব্যবহার করে আসছে।

Talk Doctor Online in Bissoy App