যেমন ধরুন আমাদের বিদ্যালয়ে ১ রোল ছেলে। ২ রোল মেয়ে.।৩ রোল ছেলে তাহলে কি একজনের পর আরেক জন বসবে।
Share with your friends

একই বিদ্যালয়ের ক্ষেত্রে আগে মেয়েগুলো তারপর ছেলেগুলো বসানো হয়। এক্ষেত্রে অন্য বিদ্যালয়ের কোনো ছেলে বা মেয়ে আপনার বেঞ্চে দিতে পারে কিংবা আপনাকে একাও দিতে পারে।

Talk Doctor Online in Bissoy App

বিদ্যালয়ের রোল নাম্বারে কিছু আসে যায় না। আপনার রেজিস্ট্রেশনের পর যখন ফরম পিলাপ করা হবে তা অনুযায়ি বোর্ড থেকে রোল নং সিলেক্ট করে দেওয়া হবে।এ ক্ষেত্রে মেয়েদের রোল আগে হবে ছেলেদের রোল পরে। আর আপনি পরিক্ষায় কোনো মেয়ের সিটের পাশে পরেন কি না সেটা সিলেক্ট করবে, আপনি যে কেন্দ্রে পরিক্ষা দিবেন সেই কেন্দ্র কমিটি।তাই বলা যায় ছেলে মেয়ে পাশাপাশি পরতেও পারে আবার না ও পারে।তবে বিদ্যালয়ের যে রোলিং বললেন ১ ছেলে,২ মেয়ে তারা পাশাপাশি পরবে না তা ১০০% সিওর।

Talk Doctor Online in Bissoy App