Share with your friends

Irritable Bowel Syndrome = IBS


একটি সাধারন রোগ|
আইবিএস দুই ধরনের হতে পারে:
০১. কোষ্ঠকাঠিন্য প্রাধান্য
০২. ডায়রিয়া প্রাধান্য

কারন :

>কারন নিশ্চিত নয়। এটি অন্ত্রের অধিক কাজ করার সাথে সংযুক্ত থাকতে পারে।
>স্নায়ুর অধিক কাজ করা।
>কোন কোন খাবার হজম না হওয়া।
>ইনফেকশন — পূর্বের কোন ইনফেকশন

চিকিৎসাঃ
০১. জীবন যাত্রার পরিবর্তন
০২. খাদ্যাভাস পরিবর্তন যেমন , সকল খাবার সমস্যা হয় তা পরিহার, তেল চর্বি কম খাওয়া
০৩. প্রবায়োটিকস
০৪. ঔষধ– বিভিন্ন রকমের ঔষধ ব্যাবহার করা হয়, লক্ষণ এর উপর নির্ভর করে।
০৬.প্রয়োজনে সার্জারী

আই.বি.এস এশুধুমাত্র ঔষধ দ্বারা ভালো করা যায়না। জীবন যাত্রার পরিবর্তন  এর চিকিৎসা মূলমন্ত্র |


Talk Doctor Online in Bissoy App