Past এবং past participle এর মধ্য পার্থক্য কি? 
Share with your friends

Past মানেই অতীত। Past এবং Past Participle দুটি verb এর দুই Form। 

যেমনঃ Eat (খাওয়া) একটি verb। এটি verb এর present form, আর eat শব্দটির past form হচ্ছে "ate" এবং past participle form হচ্ছে "eaten"। 
past দ্বারা অতীতকালকে বুঝায়। আর past participle হচ্ছে verb থেকে উদ্ভূত একটি রুপ যা verb এর সাথে ing যুক্ত করে এবং verb এর তৃতীয় রুপের মাদ্ধমে গঠিত হয়। 
Talk Doctor Online in Bissoy App
ArfanAli

Call

Verb এর যে রূপ একইসাথে Verb ও Adjective এর কার্য সম্পাদন করে তাকে Participle বলে। যে Participle দ্বারা অতীতে কোনো কাজ সম্পন্ন হয়েছে বুঝালে তাকে Past Participle বলে। আর Past মানে অতীত কাল।

Talk Doctor Online in Bissoy App