কম্পিউটারে c ড্রাইভের কাজ হচ্ছে উইন্ডোজ ইন্সটল নেওয়া। c ড্রাইভ খুবই গুরুত্বপূর্ণ। অপারেটিং সিস্টেম কে জমা রাখে এই c ড্রাইভ। c drive এর user ফোল্ডার ছাড়া অন্য ফোল্ডার থেকে কিছু ডিলিট করলে অপারেটিং সিস্টেম এর ত্রুটি দেখা দেবে। c ড্রাইভ ছাড়া কম্পিউটারে যতই ড্রাইভ থাকুক (যেমন local disk e, local disk d, local disk f, local disk g) সেসব ড্রাইভের কাজ একই তা হচ্ছে ফাইল জমা রাখা।

Talk Doctor Online in Bissoy App