উক্ত চিত্রে কিভাবে প্যাটার্ন তৈরি করা হয়েছে?

এবং ডান পাশে,

                                   ১৩        ৩ক+১ 

                                   ২১        ৫ক+১

                                   ২২        ৫ক+২

উল্লেখিত সংখ্যা গুলোর মানে কি? এবং এর দ্বারা কি বুঝানো হয়েছে?


শেয়ার করুন বন্ধুর সাথে
ArfanAli

Call

কোনো সংখ্যা তার পূর্ববর্তী এবং পরবর্তী পদের সাথে কিছু নিয়মে সজ্জিত থাকে। একেই প্যাটার্ন বলে। যেমনঃ ৫ , ১০ , ১৫ , ২০ , ..... এই প্যাটার্নটিতে প্রতিবারে ৫ করে বাড়ছে। একে সমান্তর প্যাটার্নও বলা যায়। ৩ক + ১ কোনো একটি প্যাটার্নের সাধারণ পদ। এখানে "ক" হচ্ছে পদ সংখ্যা। ৩ক+১ এই রাশির সাহায্যে প্যাটার্নের যেকোনো পদ নির্ণয় করা যায়। যেমনঃ ক এর মান ৪ হলে ৪র্থ পদটি হবে ৩*৪+১ = ১৩ ৪ , ৭ , ১০ , ১৩ , ১৬, ..... এই প্যাটার্নটির সাধারণ পদ ৩ক + ১ সাধারণ পদ নির্ণয়ের জন্য a+(ক - ১)d সূত্রটি ব্যবহার করতে পারেন। যেখানে a ১ম পদ , n পদ সংখ্যা , d সাধারণ অন্তর (২য় পদ - ১ম পদ ) যেমনঃ প্যাটার্নটির ১ম পদ a = ৪ , সাধারণ অন্তর d = ৭ - ৪ = ৩ অতএব, প্যাটার্নটির ক তম পদ বা সাধারণ পদ, = a+(ক - ১)d = ৪ +(ক - ১)৩ = ৪ + ৩ক - ৩ = ৩ক + ১ ৫ক + ১ এবং ৫ক + ২ ও অনুরূপ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ