Share with your friends
Junait

Call

পূর্ণরূপ = Comprehensive Test Ban Treaty

(সিটিবিটি) হল সব জায়গায়, যে কারো

 দ্বারা পারমাণবিক বিস্ফোরণ নিষিদ্ধ চুক্তি। 

 জেনেভাতে নিরস্ত্রীকরণ সম্মেলনে এটা নিয়ে সম্মেলন

 অনুষ্ঠিত হয় এবং এটি 24 সেপ্টেম্বর 1996 সালে চালু

হয় স্বাক্ষর করার মাধ্যমে । তখন থেকেই

এই চুক্তির কাছাকাছি-সার্বজনীনতা পৌঁছেছে।

পারমাণবিক অস্ত্র তৈরির পথে CTBT শেষ বাধা। 

এটি পারমাণবিক অস্ত্রের উন্নয়নকে বাধাগ্রস্ত করে।

যখন চুক্তিটি প্রবর্তিত হয় তখন এটি পারমাণবিক 

পরীক্ষার বিরুদ্ধে আইনত বাধ্যতা প্রদান করে। 

পারমাণবিক পরীক্ষার ফলে সৃষ্ট মানবতা এবং 

পরিবেশগত ক্ষয়ক্ষতির হাত থেকে

 এই চুক্তি সাহায্য করে। বাংলাদেশ CTBT

 চুক্তি স্বাক্ষর করে 24 অক্টোবর 1996 সালে।

Talk Doctor Online in Bissoy App