আমি NID এর কার্ড এর নেট কপি টা ডাউনলোড করার জন্য আপনাদের ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করছিলাম। কিন্তু দূর্ভাগ্যবশত আমি মোবাইল নম্বর লিখতে ভূল করি। লগইন করার জন্য যে কনফার্মেশন কোড এর দরকার হয়,সেটা বারবার ওই নম্বর এই চলে যাচ্ছে। আমি কি এখন কোনোভাবে নম্বর টা পরিবর্তন করতে পারবো??


Share with your friends

আইডি কার্ডের অনলাইন কপি বের করার জন্য ভেরিফিকেশনের জন্য দুটি অপশন থাকে একটি মোবাইল নাম্বার অন্যটি ইমেইল ঠিকানা।দুইটিই ব্যবহার করতে পারলে ভাল। কিন্তু শুধু মাত্র একটি অপশন ব্যবহার করলে অর্থাৎ মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করার সময় খুব সর্তকতার সাথে নাম্বার বার বার করে চেক করা উচিত কারণ নাম্বার ভুল হলে সেটা পরিবর্তন করার কোন সুযোগ নাই। নাম্বারটি যদি সঠিক ও চালু নাম্বার হয় তাহলে তার সাথে কথা বলে কোড টি নেয়া সম্ভব হলে নিবেন তা না হলে কিছুই করার নাই। তবে একটা সুখবর আছে আর সেটা হল উপজেলা নির্বাচনী অফিস থেকে শুধু মাত্র ফরম নাম্বার বা ভোটার নাম্বার অথবা শুধু মাত্র নির্দিষ্ট কিছু তথ্য দিয়ে অনলাইন কপি বের করা যাবে। কোন ভেরিফিকেশন বা নাম্বারের প্রয়োজন হবে না।

Talk Doctor Online in Bissoy App