চাকুরী ক্ষেত্রে আনার্স টাকে প্রাদন্য দেয়া হয় বেশি। তুলনামূলকভাবে অনার্স টাকে মানুষ এগিয়ে রাখে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

কোন নির্দিষ্ট বিষয়ের উপর পড়লে তাকে আমরা অনার্স আর কোন বিভাগে(আর্স,কমার্স,সায়েন্স) পড়লে তাকে ডিগ্রি বলি।হ্যাঁ দুইটাকেই স্নাতক বলে।আর মাস্টার্স করলে তাকে সম্মান বলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
SamraTRX

Call

পার্থক্যের কথা বলতে গেলে অনেক। আর এটা তখন-ই ভালো ভাবে বুঝা যায় যখন একজন অনার্স পাশ লোকের চাকুরি হয় কিন্তু ডিগ্রী পাশ লোক বসে থাকে। তাই অবশ্যই ডিগ্রী অপেক্ষা অনার্স ভালো। 

দু'য়ের মধ্যে পার্থক্য তো অনেক 
যেমন : 
অনার্স সাধারণত ৪ বছরের কোর্স 
আর ডিগ্রী ৩ বছরের হয়, 
সার্টিফিকেট ও ভিন্ন হয় 
চাকরির ক্ষেত্রেও অনার্স ডিগ্রী'র চাহিদা একটু বেশিই বলা যায় 

আর বাংলাদেশে বর্তমানে একটা হিসাব রক্ষক পদের জন্য অনার্স-মাস্টার্স কেই বেশি গুরুত্ব দিচ্ছে,আবার দেখা যায়,কেউ শুধুই অনার্স করেছেন,তাতেও ছোট খাটো কোম্পানীতে কিংবা এমপি ভুক্ত স্কুলে চাকরি হয়ে যায় কিন্তু শুধু ডিগ্রী পাস করলে চাকরি মেলানো বেশ কষ্টকর হয়ে দাঁড়ায়,তবে আমি মনে করি কেউ যদি ডিগ্রী করে তাহলে মাস্টার্স না করা পর্যন্ত সেই ডিগ্রী (পাস) এর তেমনটা মূল্যায়ন করে না,তাই আমার দৃষ্টিকোণ থেকে,ডিগ্রী থেকে অনার্স ভালো.. 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ