কোন পণ্যের বারকোড দিয়ে আসল পণ্যে চিনা যায় 

বারকোড রিড করার জন্য একটি লেজার বা এলইডি প্রযুক্তি ব্যাবহার করা হয়, প্রশ্ন আসতে পারে তো এখানে তো ১,২,৩ এমন সংখ্যাও ব্যাবহার করা যেত , আসলে এমন সঙ্খ্যার ক্ষেত্রে কম্পিউটারের ভুল হওয়ার সম্ভাব্যতা বেড়ে যায় , তাই এই প্রসেস, এটি নিখুত এবং এতে ভুল হয়না বললেই চলে ।

আপনি যদি একটি বারকোড দেখেন এর আগামাথা কিছুই বুঝতে পারবেন না। কোথায় এর শুরু কোথায়-ই বা সংখ্যা। কিন্তু এটা কিন্তু খুবই সহজ একটি প্রক্রিয়া। নাম্বারের জন্য প্রত্যেক পণ্য সমপরিমাণ জায়গা পায়, আড়াআড়ি ভাবে সাতটি ফাকা স্থান একটি পণ্যের পরিচয় বহন করে। এই ফাকা স্থানগুলোকে সাদা কাল কিছু ডোরা দাগে পূর্ণ করা হয়। এই দাগগুলো ০-৯ সংখ্যা প্রকাশ করে।

বারকোড রিডারের লেজার রশ্মিটি প্রতিফলনের উপর নির্ভর করে স্ক্যানার বুঝতে পারে এটি সাদা অংশ না কালো অংশ। কারণ সাদা অংশ আলো সবথেকে বেশি প্রতিফলন করে আর কালো অংশ সবথেকে কম। স্ক্যানারের সাথে সংযুক্ত একটি ইলেকট্রনিক সার্কিট এই কোডকে বাইনারি অর্থাৎ ০ আর ১ রূপান্তরিত করে আর স্ক্যানারের সাথে থাকা কম্পিউটারে তা পাঠিয়ে দেয়। কম্পিউটার পণ্যকে চিহ্নিত করে, এটির বিক্রয় নিশ্চিত করে । 

এভাবেই বারকোড আমাদের বর্তমান জীবনে ব্যাবসা বানিজ্য অনেক সহজ করে দিয়েছে ।  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ