শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ব্লাক হোল বা কৃষ্ণ গহ্বর। এটি মহাবিশ্বের এমন একটি বস্ত, যা এত ঘন সন্নিবিষ্ট বা অতি ক্ষুদ্র আয়তনে এর ভর এত বেশী যে, এর মহাকর্ষীয় শক্তি কোনো কিছুকেই তার ভিতর থেকে বের হতে দেয়না। এমন কি তড়িতচৌম্বক বিকিরণকেও নয়। অর্থাৎ মহাকর্ষীয় বলের মান এখানে এত বেশী হয় যে, এটি মহাবিশ্বের অন্য সকল বলকে অতিক্রম করে। ফলে এ থেকে কোনো কিছু বের হতে পারেনা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ