এখানে শ্রম বিভাজন বলতে একেক স্থানের টিস্যু একেক কাজে নিয়োজিত সেই কথাই বলা হয়েছে । যেমন ধরুন আপনার হার্টের টিস্যুগুলো যে কাজ করে আপনার হাতের টিস্যুগুলো কি এই কাজ করে ? অন্য কাজ করে না ? আবার পায়ের টিস্যুগুলো কিন্তু অন্য আরেক কাজ করে । এভাবে দেহের সকল টিস্যুগুলো আলাদা আলাদা কাজে নিয়োজিত । এটাকেই শ্রম বিভাজন বলা হয়েছে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ