শেয়ার করুন বন্ধুর সাথে

মত্‍স বা মাছের কোনো বৈজ্ঞানিক নাম বা দ্বিপদী নাম নেই । মাছ কর্ডাটা পর্বের একটি অধি-শ্রেণী'র নাম । আর কোন কিছুর দ্বিপদী নাম হলো "গণ" ও "প্রজাতি" নামের সমষ্টি । মত্‍স শ্রেণির অনেক প্রজাতি আছে যেমনঃ ইলিশ , কাতলা ইত্যাদি । এইগুলির বৈজ্ঞানিক নাম আছে কারণ এইগুলির গণ ও প্রজাতি নাম আছে । কিন্ত "মাছ" যেহেতু একটি অধি-শ্রেণী তাই এর বৈজ্ঞানিক নাম নেই ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ