শেয়ার করুন বন্ধুর সাথে
Call

পশ্চিম ভার্জিনিয়ার র্যান্ডাল মনরো বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানীরা বিষয়টি আবিষ্কার করেছেন। গবেষকরা প্রথমে রংধনুর ক্ষীণ আলো নিয়ে গবেষণা শুরু করেন। পরে এ আলো ন্যানো টিউবের মাধ্যমে ফানেলে ঢোকানো হয় এবং এর বিকিরণ পর্যবেক্ষণ করে জানা যায়, রংধনুর রঙ আটটি। নতুন রঙটির এখনো কোনো নামকরণ হয়নি। নামকরণের পর এটি হবে সাধারণ বর্ণচ্ছটাগুলোর সঙ্গে সংযুক্ত আরো একটি মৌলিক রঙ।গবেষণাকর্মটির প্রধান ও এ-সংক্রান্ত নিবন্ধের প্রধান লেখক অধ্যাপক ড. ফ্লোরা প্যাডিওলিস বলেন, ‘আমরা সম্পূর্ণ নতুন আঙ্গিকে গবেষণাটি পরিচালনা করেছি। অনেকটা ল্যাটারাল থিংকিংয়ের মতো। সঙ্গীতে যেমন নোট থাকে, আমরা দৃশ্যমান রঙগুলোকে সেভাবেই দেখেছি। আর তাতেই এ নতুন রঙের অস্তিত্ব ধরা পড়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ