শেয়ার করুন বন্ধুর সাথে
master

Call

সাধারণত, জরায়ুতে ছিদ্র থাকলে তা ধরা যায় না এবং কোনো চিকিত্সা ছাড়াই সেরে যায়৷ গর্ভাবস্থার প্রথম তিনমাসের মধ্যে গর্ভপাত করাতে আসা ৭০০-রও বেশি মহিলার ওপর সমীক্ষা চালিয়ে দেখা গেছে যে ১৪ জনের মধ্যে ১২ জনের জরায়ুতে হওয়া ছিদ্র এত ছোট যে ল্যাপরোস্কোপি না করলে তা জানাই যেত না৷ ল্যাপরোস্কোপি হল নির্ণায়ক পদ্ধতি৷ ল্যাপরোস্কোপি পরীক্ষায় যদি ধরা পড়ে অন্ত্র, রক্তনালী বা অন্যান্য অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে ল্যাপরোটমি করে তা ঠিক করা হয়৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ