Share with your friends
Call

ডাটা কমিউনিকেশনের জন্য ডায়াল আপ সার্ভিসের ব্যাবহার বহু পুরাতন, বর্তমান ব্যাবহৃত পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক ডাটা বহনে সক্ষম, কিন্তু এ নেটওর্য়াক ডিজাইন করা হয়েছিল ভয়েস ট্রাফিক বহন করার জন্য। এ কারনে এর ডাটা পরিবহন ব্যান্ডউইথ সীমিত। PSTN দু'ধরনের লাইন সুবিধা দিয়ে থাকেঃ ডায়াল আপ লাইন(Dail Up Line): এ ধরনের টেলিফোন লাইন সংযোগের ক্ষেত্রে গ্রাহক যতটুকু সময়ের জন্য লাইন ব্যাবহার করবে ততটুকু বিল দিতে হবে। লিজড লাইন (Leased Line): এ লাইন সার্ভিসে গ্রাহক সার্বক্ষনিক সংযোগ সুবিধা পেয়ে থাকেন, টেলিফোন কোম্পানি প্রাপকের অনুকূলে নিদিষ্ট ব্যান্ডউইথ বরাদ্দ থাকে এতে গ্রাহক বিরামহীন সংযোগ সুবিধা পায়।

Talk Doctor Online in Bissoy App