শেয়ার করুন বন্ধুর সাথে
dg

Call

হুন্ডি হচ্ছে আর্থিক লেন-দেনের এক ধরনের মাধ্যম, যেখানে  অর্থ এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো হয়। এ ব্যবস্থাটি  ইন্ডিয়া উপমহাদেশে প্রথম চালু হয় তদানিন্তন ব্রিটিশ আমলে। ব্রিটিশরা এই হুন্ডি ব্যবস্থাতে খুব আগ্রহ প্রকাশ করেন, এটি কে তারা আর্থিক লেনদেনের একটি indigenous মাধ্যম মনে করেন।তবে এই ব্যবস্থা যাতে ফর্মাল সিস্টেম এর মধ্যে আনা যাই, সেজন্য ব্রিটিশ রা স্টাম্প(ব্রিটিশ রাজসভা, রানী ভিক্টোরিয়ার ছবি সম্বলিত) ব্যবস্থা চালু করেন।তবে এটি কোনো ভাবেই ফর্মাল ব্যাঙ্কিং ব্যবস্থা নয়। ব্রিটিশরা দেশ ত্যাগের পর, এটি বৈধতা হারায় কারণ "negotiable instruments act 1881 " এর মধ্যে পরেনা।তবে এটি জনপ্রিতা পেয়েছে বেশ কিছু কারনে যেমন- এটির মাধ্যমে খরচ কম লাগে, রিমোট এরিয়াতেও পৌছে যায়, অনেক সময় বাঙ্কের চেয়েও  দ্রুততর অর্থ পৌঁছে যায়। তারপরেও এই ব্যবস্থাকে অপরাধ হিসেবে ধরা হয় কারণ, এটি কোনো অর্থ লেনদেনের কোনো ফর্মাল মাধ্যম না হওয়াই অবৈধ অর্থ লেনদেনের সম্ভাবনা থাকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ