শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

মিটমাট শব্দের বাংলা অর্থ মিটমাট বি. আপোশনিষ্পত্তি, রফা, মীমাংসা (ঝগড়ার মিটমাট)।;[মিট্‌মিট্‌] (অব্যয়) স্তিমিত বা ক্ষীণ আলোক বিচ্ছুরণের ভাবসূচক। □ (বিশেষ্য) (অব্যয়) আধবোজা চাহনির ভাবব্যঞ্জক (বাচ্চাটা মিটমিট করে তাকাচ্ছে)। মিটমিটে (বিশেষণ) ১ মিটমিট করে এমন; মৃদ; ক্ষীণ; স্তিমিত। ২ প্রচ্ছন্ন; অপ্রকাশিত (এই সমস্ত ভালোমানুষ ছেলেরাই মিটমিটে শয়তান-রবীন্দ্রনাথ ঠাকুর)। মিটমিটে ডাইনি বা শয়তান (বিশেষ্য) নিরীহ ভালো মানুষের ভানকারী ডাইনি বা শয়তান। মিটিমিটি (ক্রিয়াবিশেষণ) মিটমিট করে (আকাশের ঐ মিটিমিটি তারা সাথে-মোক)। □ (বিশেষণ) মৃদু; মৃদুমৃদু (মিটিমিটি হাসি)। {(তৎসম বা সংস্কৃত) মিল্‌>মিট; দ্বিরুক্তি};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ