শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

সাউ শব্দের বাংলা অর্থ সাউ [ sāu ] বি. বণিক, মহাজন।;[সং. সাধু]।;সাউকার বি. 1 (বিরল) ব়ড়ো বণিক বা ব্যাপারী; 2 (ব্যঙ্গে) মাতব্বর, মুরুব্বি।;সাউকারি বি. 1 (বিরল) সাউকারের কাজ বা বৃত্তি; 2 (ব্যঙ্গে) সাধুগিরি; 3 মাতব্বরি; মুরুব্বিয়ানা।;[শাউ] (বিশেষ্য) বণিক; সওদাগর; মহাজন। সাউকার (বিশেষ্য) ১ বড় বণিক। ২ (ব্যঙ্গার্থ) মাতব্বর। সাউকারি (বিশেষ্য) ১ মহাজন বৃত্তি। ২ (ব্যাকরণ) মাতব্বরি; মুরুব্বিয়ানা। সাউখুড়ি (বিশেষ্য) সদাগরি; সাধুগিরি (সাগর নদীর সাউখুরি করার চেয়ে গলির নর্দমা সাফ করার দিকেই আমরা নজর দিতে চাই-প্রেমেন্দ্র মিত্র)। {(তৎসম বা সংস্কৃত) সাধু>};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ