Meaning

Call

পরণাম (মধ্যযুগীয় বাংলা) পন্নাম (মধ্যযুগীয় বাংলা) শব্দের বাংলা অর্থ [প্রোনাম্‌, পর্‌নাম্‌, পন্‌নাম্‌] (বিশেষ্য) ১ হিন্দু ব্যবহারের নমস্কার। ২ প্রণতি; হস্ত বা মস্তক দ্বারা গুরুজনের চরণ স্পর্শ করে অভিবাদন (ধর্মের আমিনি পাত্র দূরেত পনাম ছত্র; দেব আজ্ঞা লএ পন্নাম করিত-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। দণ্ডবৎপ্রণাম (বিশেষ্য) লাঠির ন্যায় মাটিতে শুয়ে প্রণাম। সাষ্টাঙ্গ প্রণাম (বিশেষ্য) মস্তক, চক্ষু, হাত, বক্ষঃস্থল, জানু, ও পা-মাটিতে বিস্তৃত করে বাক্য ও মনঃসংযোগে প্রণতি। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ নম্‌+অ(ঘঞ্‌)};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ