শেয়ার করুন বন্ধুর সাথে
NH Shohel

Call

>অ্যাডভারটাইজিং মিডিয়া বা বিজ্ঞাপন মাধ্যম হলো বিজ্ঞাপন বিক্রয়কেন্দ্র যেমন: সংবাদপত্র, টেলিভিশন, সরাসরি চিঠি, বেতার, পত্রিকা এবং বহিরঙ্গন প্রদর্শন।

>অ্যাডভারটাইজিং মিডিয়া বা বিজ্ঞাপন মাধ্যম প্রচারমূলক বস্তু প্রদর্শনের জন্য ব্যবহৃত হয় যা বিভ্ন্নি রূপে আদানপ্রদান করা হয় যেমন: বার্তা, বক্তব্য, ছবি, টিভি ব্যবহার করে ভিডিও, বেতার, অনলাইন, বহিরঙ্গন, প্রভৃতি। মূলতঃ এগুলো হলো প্রণালী বা মাধ্যম যার মাধ্যমে কোম্পানিগুলো তাদের পণ্য বা সেবাসমূহের বিজ্ঞাপন করে গ্রাহকদের কাছে পৌঁছায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ