শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

বজ্জ (প্রাচীন বাংলা) শব্দের বাংলা অর্থ [বজ্‌রো, বজর্‌, বজ্‌জর্‌, বজ্‌জো] (বিশেষ্য) ১ বাজ অশনি কুলিশ সশব্দে বিদ্যুৎ প্রকাশ (পিয়াস লাগিয়ো জলদ সেবিনু বজর পড়িয়া গেল-চণ্ডীদাস বজ্জর পড়ুক চুতর্মুখের মাথায়-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ ইন্দ্রের অস্ত্র। ৩ হীরক। ৪ (জ্যোশা.) মানবদেহে বজ্রসূচক x এরূপ চিহ্ন। ৫ শূন্যতা। ৬ প্রচণ্ড নিদারুণ অসহ্য (বুকে পৃষ্ঠে মারে দেবী বজ্র চাপড়-বিজয় গুপ্ত করিয়া কৌতুকে ফুড়ে বজ্জ নখে-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। (বিশেষণ) অত্যন্ত কঠিন দৃঢ়। বজ্র আটুঁনি ফসকা গেরো আঁটুনি। বজ্রকঠিন (বিশেষণ) বজ্রের মতো কঠিন, অত্যন্ত দৃঢ় (প্রভু আমায় বেঁধেছ যে বজ্রকঠিন ডোরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। বজ্রকণ্ঠ (বিশেষ্য), (বিশেষণ) বজ্রের শব্দের সঙ্গে তুলনীয় গম্ভীর ও জোরালো কণ্ঠ বা কন্ঠযুক্ত। বজ্রকীট (বিশেষ্য) ১ তীক্ষ্ম দন্তকীটবিশেষ। বজ্রকুল বাউল বজ্রী বৌদ্ধ তন্ত্রসাধক সম্প্রদায়। ২ দন্তহীন দীর্ঘজিহব কীটভুক স্তন্যপায়ী আঁশযুক্ত জীববিশেষ pangolin। বজ্রগম্ভীর (বিশেষণ) বজ্র শব্দের মতো গম্ভীর। বজ্রগর্ভ (বিশেষণ) গুরুগম্ভীর (বজ্রগর্ভ মেঘের মত ধীর শান্ত গতিতে নিজ নিজ পথে চলে গেল-কাজী নজরুল ইসলাম)। বজ্রচিহ্ন (বিশেষ্য) x এইরূপ চিহ্ন। বজ্রধর, বজ্রপাণি, বজ্রী (বিশেষ্য) ইন্দ্র (জীমূতবাহন বজ্রী ভীম বজ্র করে-মাইকেল মধুসূদন দত্ত)। বজ্রধ্বনি, বজ্রনাদ, বজ্রনির্ঘোষ (বিশেষ্য) বজ্রপাতের শব্দ। বজ্রনখ (বিশেষ্য) তীক্ষ্ণনখ (বজ্রনখ দিয়া শিব জোনি ছেদ কৈল-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। বজ্রপাত (বিশেষ্য) বাজপড়া বজ্রের পতন। বজ্রবাঁটুল (বিশেষ্য) বেঁটে অথচ শক্তিসামর্থ্যে সমৃদ্ধ। বজ্রমণি (বিশেষ্য) হীরা (হীরক থাকে বল বজ্রমণি সে বজ্রের মতো দুর্জয়-অবনীন্দ্রনাথ ঠাকুর)। বজ্রমুষ্টি (বিশেষ্য) অত্যন্ত দৃঢ় (বজ্রমুষ্টিতে তার হাত ধরে টেনে নিয়ে গেলুম গেটের বাইরে-জয়া)। বজ্রযান (বিশেষ্য) তান্ত্রিক বৌদ্ধ মতবিশেষ শূন্যতাযান। বজ্রলেপ (বিশেষ্য) দুর্ভেদ্য প্রলেপবিশেষ পারদাদি জ্বাল দেবার সময়ে যে দুর্ভেদ্য আবরণ ব্যবহার করা হয়। বজ্রলেপনময় (বিশেষণ) দুর্ভেদ্য (নিঃসন্দেহ রামের হৃদয় বজ্রলেপময়-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। বজ্রশলাকা (বিশেষ্য) বজ্রপাতজনিত ধ্বংস থেকে রক্ষার জন্য ছাদে বা সৌধচূড়ায় লৌহশলাকা স্থাপন করা হয় lightning conductor। বজ্রশায়ক (বিশেষ্য) বজ্রতুল্য দৃঢ় তীর বা বাণ (সজল আকাশে উঠিয়াছি তাই বজ্রশায়ক ইন্দ্রচাপ-কাজী নজরুল ইসলাম)। বজ্রাগ্নি (বিশেষ্য) বিদ্যুৎ (মার্জনা তোমার গর্জমান বজ্রাগ্নি শিখায়-রবীন্দ্রনাথ ঠাকুর)। বজ্রাঘাত (বিশেষ্য) ১ বাজপড়া অশনিসম্পাত বজ্রপতন। ২ (আলঙ্কারিক) আকস্মিকভাবে প্রাপ্ত অতি আঘাত (বিনা মেঘে বজ্রাঘাত)। বজ্রাদপি (ক্রিয়াবিশেষণ) বজ্র থেকেও অধিক (তাহারা অন্যায় অসত্যের প্রতি বজ্রাদপি কঠোর-ইসমাইল হোসেন শিরাজী)। বজ্রাসন (বিশেষ্য) যোগের এক প্রকার আসন। বজ্রাহত (বিশেষণ) ১ বজ্রাঘাতপ্রাপ্ত। ২ অপ্রত্যাশিত শোক বা আঘাত পেয়ে ব্যাকুল। {(তৎসম বা সংস্কৃত) √বজ্‌+র(রন্‌)},

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ