Call

আমার মনেহয় এর কারনটা পুরোপুরি অর্থনৈতিক।

কারন চাঁদে মানুষ প্রেরণের মিশনগুলো এখন অনেকটাই অলাভজনক। কে চাইবে এতো টাকা খরচ করে আবার চাঁদে মানুষ প্রেরণ করতে? যেখানে এখন পর্যন্ত ছয়বার মানুষের সফল অবতরণ হয়েছে।

 

আরেকটা কারন হতে পারে মানুষের আগ্রহের অভাব বা অরুচি। কারন একটা ঘটনা বারবার ঘটতে থাকলে স্বাভাবিকভাবেই তার প্রতি মানুষের অরুচি চলে আসবে। 

আমেরিকা শেষবার চাঁদে গেছিল ১৯৭২ সালে। সেবার ইউজিন কারনান যখন চাঁদের মাটিতে হাঁটছেন, তার সরাসরী সম্প্রচার করা হয়েছিল মার্কিন টেলিভিশনে। সেই চাঁদে হাঁটার দৃশ্য আমেরিকায় যতজন টেলিভিশনে দেখেছিলেন, তার থেকে বেশি সংখ্যায় মানুষ দেখেছিলেন একটি মার্কিন সিরিয়াল- It's All In The Family!

অর্থাৎ সেইসময় চাঁদে মানুষ হাঁটা দেখার থেকে আমেরিকার মানুষের কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল- টেলিভিশনে সিরিয়াল দেখা!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ