Call

বাংলা সাহিত্যের যে কয়েকজন অদ্ভূত সুন্দর সাহিত্যিক আছেন তাদের মধ্যে শওকত ওসমান অন্যতম। ক্রীতদাসের হাসি তার এক বিখ্যাত সৃষ্টি। খলিফা হারুনর রশীদের প্রাসাদ, হাবশী গোলামদের বাসস্থান ঘিরে গড়ে উঠেছে কাহিনী। কাহিনীর নায়ক হাবশী গোলাম তাতারী। ক্রীতদাস তাতারী এবং তার হাসি নিয়ে কাহিনী এগোতে থাকে।

তাতারী ভালোবাসে আর্মেনী বাঁদি মেহেরজানকে। বাদশা হারুনর রশীদের বেগম জুবায়দা গোপনে তাতারীর সাথে বিয়ে দেন মেহেরজানকে । একরাতে লুকিয়ে তাতারীর সাথে দেখা করতে যায় মেহেরজান। প্রেমে মশগু্ল তাতারী এবং মেহেরজান মেতে উঠে হাস্য কৌতুকে। গভীর রাতে সেই হাসি অনুরণিত হয় অনেক দূর পর্যন্ত। রাতে বাগানে পায়চারী করার সময় হারুনর রশীদের কানে আসে সেই হাসি। সেই অবাক প্রেমময় হাসি শুনে এই হাসির মালিকের খোঁজ করেন তিনি। তিনি ধন-সম্পদ হীরা জহরত দিয়ে সেই হাবশি গোলাম তাতারীকে মুক্তিদেন গোলামী থেকে। রাজার ইচ্ছা ছিল যখন রাজার ইচ্ছা হবে তখন তাতারী তাকে সেই অদ্ভুত সুন্দর হাসি হেসে শোনাবে। রাজসভার দুই কবি আলোচনায় মেতে ওঠেন তাতারী,  রাজার খেয়াল এবং ক্রীতদাসের হাসি নিয়ে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ